Crime News tv 24
ঢাকাসোমবার , ২৮ জুলাই ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

রূপসায় প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা নিয়ে”গুনজন।

Link Copied!

খুলনার রূপসায় আমেনা বেগম (২৬) নামে এক প্রবাসীর স্ত্রীর আত্মহত্যার ঘটনা ঘটেছে।আত্মহত্যাকে ঘিরে এলাকায় নানা গুণজনের সৃষ্টি হয়েছে।

পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। সে বাগমারা এলাকার আসকারী হোসেন এর মেয়ে।

স্থানীয়রা জানায়, রূপসা উপজেলার ৩নং নৈহাটি ইউনিয়নের রামনগর গ্রামের দুবাই প্রবাসী শফিকুল ইসলামের স্ত্রী আমেনা বেগম গত রবিবার ২৭ জুলাই ২০২৫ রাতে নিজ ঘরে সিলিং ফ্যানের সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে।

ঘটনার পরেই মৃতের পরিবারকে খবর দিলে তারা বাড়িতে এসে খাটের উপর শুয়ে থাকা অবস্থায় দেখতে পাই আমেনাকে। যা তার স্বজন মাহফুজা জানান।

এছাড়া তিনি আরো জানান, আমেনা এর আগের দিন তার বোনের জন্মদিনে অনেক হাসি আনন্দ করেছেন। সে কেন আত্মহত্যা করল এটা তারা বুঝতে পারছে না।

আমেনা রামনগর এলাকায় হাফিজ শেখের বাড়িতে ভাড়া নিয়ে একা থাকতেন।

একাধিক সূত্র জানায়, আমেনার স্বামী বিদেশে থাকায় জনৈক এক মাছ ব্যবসায়ীর সাথে তার এক বছর ধরে প্রেমের সম্পর্ক চলে আসছে।

রাতে ও দিনে যুবককে স্থানীয়রা আমেনার ঘরে আসা যাওয়া করতে দেখে । উক্ত যুবক নৈহাটি ইউনিয়নের সাবেক এক ইউপি চেয়ারম্যানের আত্মীয় হওয়ায় এলাকার লোকজন বিষয়টি দেখেও তারা প্রতিবাদ করতে সাহস পাই না।

এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট আসলেই মৃত্যুর প্রকৃত ঘটনা জানা যাবে।