৩০ শে জুন সোমবার চাঁপাইনবাবগঞ্জের আতাহার যুগী ডাইং এ ” আমরা দুরন্ত, হতে চাই মুক্ত, আমরা আনব, নতুন দিগন্ত ” এই প্রতিবাদী ও প্রেরণাদায়ী স্লোগান কে সামনে রেখে আজ পালিত হল ১৭০ তম মহান সাঁওতাল বিদ্রোহ দিবস। দিনটি উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মাঝি এবং পরগনা পরিষদের নেতৃবৃন্দের আয়োজনে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য র্যালী আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা সমাজসেবা অফিসার জনাব কাঞ্চন কুমার দাস, আরো উপস্থিত ছিলেন স্থানীয় সম্প্রদায়ের বিশিষ্ট নেতৃবৃন্দ, তরুণ – তরুণী, নারী, শিশু ও প্রবীণরা। আয়োজিত অনুষ্ঠান মালায় উঠে আসে সাঁওতাল জনগোষ্ঠীর গৌরব উজ্জ্বল ইতিহাস, তাদের সংগ্রামী ঐতিহ্য এবং সাংস্কৃতিক বৈচিত্র্য।
আলোচনা সভায় বক্তারা বলেন ১৮৫৫ সালের এই দিনে সিধু, কানু, চাঁদ ও ভৈরব এর নেতৃত্বে সাঁওতালেরা যে বিদ্রেহ শুরু করেছিল তা কেবল সংগ্রাম নয়, ছিল একটি জাতির মর্যাদা রক্ষার লড়াই। আজও সেই চেতনা আমাদের উজ্জীবিত করে।
অনুষ্ঠানে স্থানীয় শিশু কিশোররা পরিবেশন করে ঐতিহ্যবাহী সাঁওতালি গান ও নৃত্য। এতে মুখর হয়ে ওঠে অনুষ্ঠান প্রাঙ্গণ।
অনুষ্ঠানের সহযোগিতা করেন এস আই এল ইন্টারন্যাশনাল বাংলাদেশ, যারা দীর্ঘদিন ধরে আদিবাসী ভাষা, সংস্কৃতি ও শিক্ষা উন্নয়নে কাজ করে আসছে।
অনুষ্ঠানের মাধ্যমে উপস্থিত সকলেই অঙ্গীকার করেন সাঁওতাল জনগোষ্ঠীর মর্যাদা ভাষা ও সংস্কৃতি রক্ষায় সবাই একসাথে কাজ করে যাবেন।