নিহারেন্দু চক্রবর্তী, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িযা) প্রতিনিধি:-
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির উপজেলা শাখার উদ্যোগে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১১ মে) সকাল সাড়ে ১১ টায় নাসিরনগর কলেজ মোড় এলাকা থেকে আনন্দ মিছিল বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় শহিদ মিনারে সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা ইসলামীর ছাত্র শিবিরের সভাপতি হামিম ইসলামের সভাপতিত্বে ও বোরহান উদ্দিনের এর সঞ্চালনায় এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন – ছাত্রশিবিরের সাবেক ছাত্রনেতা মোহাম্মদ জাহিদুল ইসলাম খোকন, সাবেক সভাপতি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির,এমসি কলেজ সিলেট।
এসময় আরো বক্তব্য রাখেন, ছাত্র শিবির নেতা আব্দুল্লাহ আরিফ,মোজাহিদু ইসলাম,সিদ্দরাতুন মুনতাসীর, জুনায়েদ আহমদ সহ নাসিরনগর সরকারি কলেজে ছাত্রশিবিরের নেতৃবৃন্দ।
আনন্দ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ শেষে দিনটিকে আনন্দ উদযাপনের অংশ হিসেবে স্মরণীয় রাখতে সকলের মাঝে মিষ্টি বিতরন করা হয়।