গোপালগঞ্জের কোটালীপাড়ায় উচ্ছেদ অভিযানে ১১৩ টি ব্যবসা প্রতিষ্ঠান গুড়িয়ে দিল পানি উন্নয়ন বোর্ড। গত ৮ মে (বৃহস্পতিবার) সকালে পানি উন্নয়ন বোর্ড ও জেলা প্রশাসন যৌথ ভাবে উপজেলার আমতলী ইউনিয়নের ওয়াবদারহাট বাজারে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রন্টি পোদ্দার।এসময় পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাসহ স্হানীয় পুলিশ প্রশাসন ফায়ারসার্ভিস ও পল্লি বিদ্যুতের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।অভিযানে অবৈধ ভাবে দখলে রাখা সাড়ে ১১ একর জমির উপরে নির্মিত ১১৩ টি ব্যবসা প্রতিষর্ঠানে ৪ টি বুলডোজার মেশিন দিয়ে গুড়িয়ে দেওয়া হয়।ব্যবসায়ী নজরুল ইসলাম মহিন,রুহুল আমিন খান,আলামিন সিকদার,বলেন এ উচ্ছেদ অভিযানে আমাদের অপুরনীয় ক্ষতি হয়েছে। এখন আমরা যাহাতে পুর্ণবাসিত হয়ে পুনরায় ব্যবসা বানিজ্য করে জীবিকা নির্বাহ করতে পারি তাহার প্রয়োজনীয় ব্যবস্হা নেওযার জন্য সরকারের প্রতি দাবি জানাই।
এছাড়াও স্হানীয় এলাকাবাসী জানায় ১৯৮৬ সালে ওয়াবদারহাট বাজার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে প্রায় ১০ গ্রামের সাধারণ মানুষ তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস পত্রের চাহিদা মিটিয়ে আসছিলেন এ বাজার থেকে কিন্তু হঠাৎ করে এক সঙ্গে বাজারের এতোগুলো দোকান ঘর গুড়িয়ে দেওয়ার প্রচন্ড ক্ষতির মুখে পড়েছে এবং অত্র এলাকার জানসাধারণের ৫ কিলোমিটার দুরে গিয়ে নিত্য প্রয়োজনীয় মালামাল ক্রয় করতে হবে বলে উদ্বেগ প্রকাশ করছেন ব্যবসায়ীরা । টুঙ্গিপাড়া পানি উন্নয়ন উপ-বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ জাকারিয়া ফেরদৌস বলেন দীঘদিন ধরে কোটালীপাড়া উপজেলার আমতলী ইউনিয়নের ৬৫ নং গচাপাড়া মৌজায় অধিগ্রহনকৃত সাড়ে ১১ একর জমির উপরে নির্মিত পাকা ও আধাঁপাকা ১১৩ টি দোকান ঘর উচ্ছেদ করা হয়েছে। আমাদের এই অবৈধ উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।