Crime News tv 24
ঢাকাশুক্রবার , ৯ মে ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

“বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উপলক্ষে লংগদুতে র‍্যালি ও আলোচনা “

Link Copied!

রাঙ্গামাটির দূর্গম উপজেলা লংগদুতে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস এবং মহামতি জ্বিন হেনরী ডুনান্ট এর ১৯৭তম জন্মদিন উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

৯মে (শুক্রবার) সকাল ১০টায় উপজেলা উপজেলা পরিষদের সামনে সামনে থেকে এক বর্ণাঢ্য র‍্যালী বের করা হয়। র‍্যালীটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এসে আলোচনা সভায় মিলিত হয়। রেড ক্রিসেন্টের লংগদু উপজেলা দলনেতা আবির চাকমার সভাপতিত্বে এবং রেশমা আক্তার এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কফিল উদ্দিন মাহমুদ।

এসময় প্রধান অতিথি বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা থেকে শুরু করে স্বাস্থ্য, চিকিৎসা, শিক্ষা ও মানবাধিকার রক্ষায় রেড ক্রিসেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং ভবিষ্যতে ও রাখবে। বিশ্বব্যাপী আজ রেড ক্রিসেন্টের মানবিক কার্যক্রম প্রশংসিত।

এতে আরও উপস্থিত ছিলেন লংগদু সরকারি মডেল কলেজের প্রভাষক মুছা তালুকদার রাবেতা মডেল উচ্চ বিদ্যালয়ের ক্রিড়া শিক্ষক মোঃ ওসমান গনি, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক এমএ হালিম, রেড ক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য শাহ আলম মুরাদসহ বাংলাদেশ রেড ক্রিসেন্ট ও লংগদু ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা।

এসময়ে শিক্ষার্থীদের মাঝে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং কুইজে বিজয়ীদের পুরষ্কার বিতরন করেন অতিথিবৃন্দ।