বিরল উপজেলার ০৮নং ধর্মপুর ইউনিয়নের ধর্মজৈন কাড়লিয়াপাড়া গ্রামের মৃত এনামুল হক এর ছেলে মোঃ মাসুদ রানা (২৩) ও ধর্মজৈন ভুটিয়াবন গ্রামের ইসরাইল হোসেন এর ছেলে এনামুল হক (৫৪) কে শুক্রবার আনুমানিক দুপুর ১২টায় ৩২০ নং পিলার ১০ নং সাব পিলারের নিকট হতে ধানক্ষেতে ধান কাটার সময় বিএসএফ আটক করে ধরে নিয়ে যায়। সাড়ে ৯ ঘন্টার পর বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে রাতে তাদেরকে ফেরৎ নিয়ে আসা হয়।
আজ রবিবার (০৪ মে) বিকালে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ এর নিকট হতে ফেরৎ আসা ২ জন বাংলাদেশী কৃষকের সাথে তাদের খোঁজখবর নেওয়ার জন্য সৌজন্য সাক্ষাৎ করেন মোঃ ইসমাইল হোসেন।
উল্লেখ্য, মোঃ ইসমাইল হোসেন বোচাগঞ্জ উপজেলা জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি, আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তাকারী সংস্থার বিভাগীয় পরিচালক, বাংলাদেশ আখ চাষী ইউনিয়ন জাতীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক, বাংলাদেশ শ্রমিক-কর্মচারি ফেডারেশন কেন্দ্রীয় কমিটির চিনিকল প্রতিনিধি, ২৪ ঘন্টা টেলিভিশনের পরিচালক ও জাতীয় দৈনিক শেষ সংবাদ এর সহ সম্পাদক পদে কর্মরত রয়েছেন।
এছাড়াও মোঃ ইসমাইল হোসেন আগামী দিনে দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে জাতীয় সংসদ সদস্য প্রার্থী হওয়ার লক্ষ্যে বিভিন্ন ভাবে প্রচার-প্রচারণা করে আসছেন।