Crime News tv 24
ঢাকাশুক্রবার , ২ মে ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

পিরোজপুর মঠবাড়িয়া সন্ত্রাসীদের বিরুদ্ধে নিউজ করায় সাংবাদিক কে হুমকি।

Link Copied!

পিরোজপুর মঠবাড়িয়া উপজেলার দাউদ খালী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মিজানুর রহমান তালুকদার গড়ে তুলছেন একটি সন্ত্রাসী বাহিনী যাকিনা খুলনার এরশাদ শিকদার কেও হার মানিয়েছে,৩ লক্ষ টাকার বিনিময়ে সৌদি প্রবাসী আল-আমীন কে প্রতিবেশী দিনমজুর ইদ্রিস এর ঘর বাড়ি উচ্ছেদ করে আল-আমীন কে দখল করে দিবেন, গত ২৯,০৪,২০২৫ ইংরেজি তারিখ সন্ত্রাসীদের গডফাদার মিজানুর রহমান তালুকদার তার সন্ত্রাসী বাহিনী পাঠিয়ে ইদ্রিস কে হাত পা ভেঙ্গে মাদক দিয়ে পুলিশের কাছে দিয়ে জায়গা খালি করে সৌদি প্রবাসী আল-আমীন কে বুজিয়ে দেয়ার জন্য নির্দেশ দেন,তখন রাত আনুমানিক ৮ ঘটিকা সন্ত্রাসীরা হামলা করার জন্য যখন ইদ্রিস এর বাড়িতে যায় গ্রামের মানুষ ডাকাত ডাকাত বলে তাদের দাওয়া করে গ্রাম বাসীর দাওয়া খেয়ে সন্ত্রাসী বাহিনী পালিয়ে যায়, এতে সন্ত্রাসীদের গডফাদার মিজানুর রহমান তালুকদার আরো ক্ষিপ্ত হয়ে যায় পরের দিন রাত আনুমানিক ৭ ঘটিকায় পুনরায় গডফাদার মিজানুর রহমান তালুকদার সহ ২৫,৩০,টি মোটরসাইকেল করে ইদ্রিস এর বাড়িতে হামলার উদ্দেশ্য যায় সেই সংবাদ ইদ্রিস এর স্ত্রী মোসাঃ শারমিন বেগম জানতে পেরে ৯৯৯ নাইনে ফোন করে পুলিশের সহযোগিতা চাইলে মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ তাত্ক্ষণিক অফিসার ফোর্স ঘটনা স্থানে পাঠান পুলিশ আসছে সেই সংবাদ পেয়ে সন্ত্রাসী বাহিনী ইদ্রিস এর বাড়িতে না ঢুকে, পাশেই একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নেয় এবং ভুঁইফোড় একটি পেইজে সংবাদ প্রচার করে মানুষের কাছে বুঝাতে চাচ্ছেন তাঁরা এলাকার মানুষ সচেতন করতে মাদকের বিরুদ্ধে আলোচনা সভা করতে এসেছে, একপর্যায়ে মিজানুর রহমান তালুকদার এর নেতৃত্বে একটি স্লোগান দেন ইদ্রিস এর কালো হাত ভেঙ্গে দেও গুড়িয়ে দাও, এবং ইউনুস এর কালো হাত ভেঙ্গে দেও গুড়িয়ে দাও এখন সাধারণ মানুষের মনে প্রশ্ন ইদ্রিস এর বিরুদ্ধে নাটকীয় চক্রান্ত করেছেন জমি দখলে নেয়ার জন্য কিন্তু এই ইউনুস একটি সুনাম ধন্য রাজারহাট শহীদ বাচ্চু মাধ্যমিক বিদ্যালয়ের কর্মচারী তার অপরাধ কি তাকে নিয়ে কেন এই স্লোগান এবং স্লোগান দিতে মিজানুর রহমান তালুকদার শিখিয়ে দিতে দেখা যাচ্ছে, এই সকল বিষয় নিয়ে নিউজ করলে মিজানুর তালুকদার এর সন্ত্রাসী সাংবাদিক কে হুমকি দেন সামাজিক যোগাযোগ মাধ্যমে, বিষয়টি নিয়ে বিগত ৩,৪ দিন ধারাবাহিক নিউজ করলেও তাদের নজরে আনলেও নেয়া হয়নি কোন আইনগত বেবস্থা, গ্রামবাসীকে জিম্মি করার সাথে সাথে সাংবাদিকদের কেও জিম্মি করার চেষ্টা চালাচ্ছেন এই মঠবাড়িয়ার দ্বিতীয় এরশাদ শিকদার বাহিনী, সকল শ্রেনীর মানুষের দাবী অনতিবিলম্বে এই সন্ত্রাসী মিজানুর তালুকদার ও তার বাহিনী কে,আইনের আওতায় আনার জন্য অনুরোধ জানিয়েছেন।