Crime News tv 24
ঢাকাশুক্রবার , ২ মে ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরা থেকে দুটি দেশী তৈরি অস্ত্রসহ ১ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‌্যাব-৬

Link Copied!

 

র‍্যাব র্ফোর্সেস আমাদের প্রিয় মাতৃভূমির অপ্রতিরোধ্য উন্নয়ন অগ্রযাত্রাকে তরান্বিত করতে এবং সম্মানিত নাগরিকদের জন্য টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে আইনের আলোকে কঠোর পরিশ্রম করে যাচ্ছে। এছাড়াও বিভিন্ন সময়ে অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক কারবারি ও বিবিধ প্রতারক চক্র গ্রেফতারসহ চাঞ্চল্যকর অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে র‌্যাব জনগনের সুনাম

অর্জন করতে সক্ষম হয়েছে। এরই ধারাবাহিকতায় ১মে ২০২৫ র‌্যাব-৬ এর একটি আভিযানিক দল সাতক্ষীরা সদর থানাধীন রাজ্জাক পার্কের সামনে অবস্থান কালে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন যে, সাতক্ষীরা জেলার সদর থানাধীন টিবি (কলেরা) হাসপাতাল মোড় সংলগ্ন একটি তেলের দোকানের সামনে কতিপয় ব্যক্তি মাদক ক্রয়-বিক্রয় করার জন্য অবস্থান করছে।

উক্ত সংবাদ প্রাপ্ত হয়ে আভিযানিক দলটি তাৎক্ষণিক ভাবে ঘটনার সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ উক্ত ঘটনাস্থলে সাড়ে ৭ ঘটিকায় পৌঁছালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ১জন ব্যক্তি দৌড়াইয়া পালানোর চেষ্টা করলে আসামি মনোজ সরদার (৩০), পিতা- মানস সরদার, সাং-ফিংড়ি, থানা- সাতক্ষীরা সদর, জেলা- সাতক্ষীরাকে ধৃত করতে সক্ষম হন এবং

তার হেফাজত হতে দেশীয় তৈরী লোহার ২টি ওয়ান শুটার গান উপস্থিত সাক্ষীদের সম্মুখে জব্দ তালিকা মূলে জব্দ করেন। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।