Crime News tv 24
ঢাকামঙ্গলবার , ৪ মার্চ ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

দামুড়হুদার মাদক সম্রাট শরিফুল বেপরোয়া, অবাধে বিক্রি করছে, ফেন্সিডিল, ইয়াবা, হেরোইন, সহ ভয়ংকর সব মাদক।

স্টাফ রিপোর্টারঃ
মার্চ ৪, ২০২৫ ১০:৪২ অপরাহ্ণ
Link Copied!

জানাগেছে, চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলা সদরের দশমী পাড়ার তৈয়ব আলী ছেলে শরিফুল( ৪০) এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী, মাদক মামলার আসামি শরিফুল দামুড়হুদার মাদক সম্রাট হিসেবেই পরিচিত। হরহামেশাই মাদক বিক্রি করা তার মামুলি ব্যাপার, প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রমরমা মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে দীর্ঘদিন যাবৎ। শরিফুলের বাড়ির সঙ্গে নামমাত্র মুদি দোকানে আড়ালে চলছে মাদক ব্যবসা, নিয়োগ দেয়া আছে কয়েকজন খুচরা বিক্রেতা, তাদের মাধ্যমেই বেচাকেনা চলছে অবৈধ মাদকের। তবে বড় বড় ভিআইপি ক্রেতাদের কাছে শরিফুল নিজেই মাদক বিক্রি করেন। বর্তমানে শরিফুলর বিশাল মাদক ভান্ডারে আছে ফেন্সিডিল, ইয়াবা, হেরোইন, সহ ভয়ংকর সব মাদক।

বিশ্বস্ত সূত্রে জানাগেছে, দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের সীমান্তবর্তী গ্রাম মুন্সিপুর শরিফুলের মাদক কারবারীদের সাথে রয়েছে সুসম্পর্ক হওয়ার কারনে মাদকের বড় বড় চালান খুব সহজেই তার হাতে এসে পৌঁছে যাচ্ছে। এভাবেই গড়ে তুলেছে মাদকের সিন্ডিকেট। এসব মাদক ব্যবসা চালিয়ে শরিফুল হয়ে উঠেছে বেপরোয়া

এলাকাবাসীর দাবী শরিফুল ভয়াবহ মাদক ব্যবসা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, পুলিশের হাতে মাঝে মাঝে ধরা পরলেও জামিনে মুক্তি পেয়ে আবারও শুরু করে তার মাদক বানিজ্য। এলাকার যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। শরিফুল মাদক ব্যবসা বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।