Crime News tv 24
ঢাকাসোমবার , ৩ মার্চ ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

খ্রিস্টান নারী উদ্যোক্তা সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সুব্রত চন্দ্র দাস (গাজীপুর প্রতিনিধি)
মার্চ ৩, ২০২৫ ১১:৪২ অপরাহ্ণ
Link Copied!

খ্রিস্টান নারী উদ্যোক্তা সংগঠনের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৩রা মার্চ সোমবার তেজগাঁও চার্চের মাদার তেরেজা অডিটোরিয়ামে নারী উদ্যোক্তা সম্মাননা প্রদান অনুষ্ঠান হয়। তেজগাঁও গির্জার পাল পুরোহিত ফাদার জয়ন্ত এস গমেজের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কালব্ এর মাননীয় চেয়ারম্যান ও হাউজিং সোসাইটির সাবেক মাননীয় চেয়ারম্যান মি. আগষ্টিন পিউরীফিকেশন। গেস্ট অব অনার হিসাবে উপস্থিত ছিলেন হাউজিং সোসাইটির নবনির্বাচিত চেয়ারম্যান মি. আগষ্টিন প্রতাপ গমেজ, বিশেষ অতিথি হিসাবে হাউজিং সোসাইটির ভাইস-চেয়ারম্যান মি. ডিউক পি. রোজারিও, হাউজিং সোসাইটির সাবেক সেক্রেটারি মি. ইমানুয়েল বাপ্পী মন্ডল, ফাদার এডমন্ড ক্রুজ সিএসসি। খ্রিস্টান নারী উদ্যোক্তা সংগঠনের সভাপতি মিসেস দিপালী গমেজ সবাইকে শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে হাউজিং সোসাইটির ব্যবস্থাপনা কমিটির সদস্যদের মধ্যে মি. সুজয় পিউরীফিকেশন, মি. প্রদীপ গমেজ ও মি. ডন ক্লারেন্স হাওলাদার উপস্থিত ছিলেন।

সমাজ সেবায় অবদানের স্বীকৃতিস্বরূপ সিস্টার মেরী প্রতিভা এসএমআরএ, সিস্টার নির্মলা ক্রুজ সিএসসি, দিপালী গমেজ, মাধবী গমেজ, মারীয়া পাপিয়া গমেজ ও লিলিয়ান গমেজকে সংগঠনের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
খ্রিস্টান নারী উদ্যোক্তা সংগঠনের এ আয়োজনে প্রধান অতিথি, গেস্ট অব অনার অতিথিসহ বিশেষ অতিথিবৃন্দ সকলেই ভূয়সী প্রশংসা ও ধন্যবাদ জানান। নারীদের এ মহৎ কাজের জন্য উৎসাহের পাশাপাশি কৃতজ্ঞতাও জানান। অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও নারী উদ্যোক্তাসহ সিস্টারগণ উপস্থিত ছিলেন। পরিশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালিত হয়।