Crime News tv 24
ঢাকামঙ্গলবার , ২৫ ফেব্রুয়ারি ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

দেশব্যাপী হত্যা, ধর্ষণ, ছিনতাই প্রতিবাদে মানববন্ধন

মোঃ লুৎফর রহমান লিটন সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ৪:৩১ অপরাহ্ণ
Link Copied!

দেশব্যাপী হত্যা, ধর্ষণ, ছিনতাই বৃদ্ধি এবং আইনশৃঙ্খলার ব্যাপক অবনতির প্রতিবাদে মানববন্ধন করেছেন সিরাজগঞ্জের সলঙ্গা থানার সাধারন শিক্ষার্থীরা। মানববন্ধনে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের দাবি জানান তারা।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১ টায় সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে সিরাজগঞ্জের সলঙ্গার হাটিকুমরুল গোলচত্বরে এই মানববন্ধন ও বিক্ষোভের কর্মসূচি পালিত হয়। এতে সলঙ্গার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। কর্মসূচিতে বক্তব্য দেন সিরাজগঞ্জের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য মো. জুয়েল রানা।

এ সময় ‘জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো’ ‘ধর্ষকের বিরুদ্ধে ডাইরেক্ট একশন। ‘আবু সাঈদের বাংলায়, ধর্ষকের ঠাঁই নাই’; ‘চব্বিশের বাংলায়,ধর্ষকের ঠাঁই নাই’; ‘ছিনতাইকারীদের বিরুদ্ধে আগুন জ্বালো একসাথে’ ইত্যাদি স্লোগান দেয় সাধারণ শিক্ষার্থীদের।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, দেশের বিভিন্ন জায়গায় নারীরা ধর্ষণের শিকার হচ্ছেন। অথচ ধর্ষক ধরা হচ্ছে না। ধর্ষক কখনো মানুষ হতে পারে না এরা পশু। এদের দ্রুত আইনের আওতায় এনে বিচার করার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানান তারা। এসময় শিক্ষার্থীরা আরো বলেন, আপনারা যদি দায়িত্ব পালন করতে না পারেন, তাহলে আপনাদের দায়িত্ব জনগণের কাছে ছেড়ে দেয়ার আহবান জানায়