Crime News tv 24
ঢাকামঙ্গলবার , ২৫ ফেব্রুয়ারি ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

বারবাজারে বোরকা পরে সশস্ত্র সন্ত্রাসী আটক।

ঝিনাইদহ(কালীগঞ্জ)প্রতিনিধি।
ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১২:৩০ পূর্বাহ্ণ
Link Copied!

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার এলাকায় বোরকা পরে ছুরি হাতে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর চেষ্টাকালে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে বারোবাজার মাধ্যমিক বিদ্যালয়ের সামনে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল এক ব্যক্তি।
তার আচরণ সন্দেহজনক মনে হলে বারোবাজার ক্যাম্পের পুলিশ সদস্যরা তাকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করেন।
এ সময় তার কাছে একটি ধারালো ছুরি পাওয়া যায়।
পরে আটককৃত ব্যক্তিকে থানায় নিয়ে গেলে তিনি নিজের পরিচয় প্রকাশ করেন।
পুলিশ জানায়, তার বাড়ি মঙ্গলপোতা তবে আটক ব্যক্তির বিস্তারিত পরিচয় ও উদ্দেশ্য সম্পর্কে তদন্ত চলছে।বারোবাজার ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এস আই জাকারিয়া জানান, “সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় অস্ত্রসহ তাকে আটক করা হয়েছে।
তদন্তের পর তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
“এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও পুলিশ দ্রুত ব্যবস্থা নেওয়ায় স্থানীয়রা স্বস্তি প্রকাশ করেছেন।