Ultimate magazine theme for WordPress.

দাউদপুরে পূর্বশত্রুতার জেরে পোল্ট্রি দোকানে আগুন।

0
২১৭ Views

মোঃ রিপন মিয়া,
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্ব শত্রুতার জেরে পোল্ট্রি দোকানে আগুন দিয়েছে প্রতিপক্ষের লোকজন। এতে দোকানে থাকা শতাধিক ব্রয়লার মুরগী ও দোকান ঘর পুড়ে ছাঁই হয়ে গেছে। ঘটনাটি ঘটেছে ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে উপজেলার দাউদপুর ইউনিয়নের খৈসাইর বাজারে।
ক্ষতিগ্রস্ত দোকান মালিক খৈসাইর এলাকার উসুনের ছেলে জহিরুল ইসলাম জানান, দীর্ঘদিন যাবৎ খৈসাইর মোড়ে একটি দোকান ঘরে ব্রয়লার মুরগী বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন। এই দোকান ঘর করাতে স্থানীয় সুরুজের ছেলে সামসুল, সাইজুদ্দিনের ছেলে নজরুল, শাহাজদ্দিনের ছেলে হারিজুলসহ একটি পক্ষ বিরোধ করে আসছে। ধারনা করা হচ্ছে ওই বিরোধের জেরে
বৃহস্পতিবার দুপুরে খাবারের জন্য বাড়িতে গেলে নির্জন দোকানে আগুন লাগিয়ে দেয় তারা। এতে দোকানে থাকা শতাধিক মুরগী ও দোকানের আসবাব পুড়ে ছাঁই হয়ে যায়। এতে লক্ষাধিক টাকার ক্ষতি হয় তার।
এ বিষয়ে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
এ ব্যপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান বলেন, এ ধরনের অভিযোগ পেয়েছি। ঘটনা তদন্ত করে দেখা হবে। জড়িতদের আইনের আঁওতায় আনা হবে।

রিপন মিয়া,
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

Leave A Reply

Your email address will not be published.